ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে হেরোইনসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০
গোবিন্দগঞ্জে হেরোইনসহ আটক ১

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় হেরোইনসহ আতাউল আতা নামে সাবেক এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।

সোমবার (২১ ডিসেম্বর) সকালে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বাংলানিউকে বিষয়টি নিশ্চিত করেন।

 

আতাউল আতা উপজেলার কোচাশহর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য।  
তিনি ওই ইউনিয়নের আরজি সাহাপুর গ্রামের মৃত মনির উদ্দীনের ছেলে।  

ওসি মেহেদী হাসান জানান, আতা একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হেরোইনসহ নানা ধরনের মাদকের ব্যবসা চলিয়ে আসছিলেন। খবর পেয়ে রোববার (২০ ডিসেম্বর) দিনগত রাত ১০ টর দিকে তার বাড়ির সামনে থেকে মোটরসাকেলসহ তাকে আটক করা হয়। সেখানেই তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা তিনটি পুরিয়ায় ২০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

এসময় কৌশলে তিনি পুলিশের হাত থেকে পালিয়ে যান। পরে অভিযান চালিয়ে ওই এলাকা থেকে রাতেই তাকে আটক করা হয়।

আতার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।