ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

পল্টনে ফেনসিডিলসহ গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০
পল্টনে ফেনসিডিলসহ গ্রেফতার ২

ঢাকা: রাজধানীর পল্টন এলাকা থেকে ৬০ বোতল ফেনসিডিলসহ দুইজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।

তারা হলেন- মো. শাওন মিয়া (২১) ও বাপ্পি আহম্মেদ (২৮)।

সোমবার (২১ ডিসেম্বর) উত্তরা বিভাগের অতিরিক্ত উপ- কমিশনার (এডিসি) মো. কায়সার রিজভী কোরায়েশী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার (২০ ডিসেম্বর) নয়াপল্টন এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করা হয়। তারা যশোর সীমান্ত এলাকা থেকে এসব ফেনসিডিল সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো। এ চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

তাদের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটা মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০
এসজেএ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।