ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন মানববন্ধন

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার প্রতিবাদে মানববন্ধন করেছে জাতীয় সংসদ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ফোরাম ৷ 

সোমবার (২১ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।  

এতে সংসদ সচিবালয়ের সহস্রাধিক কর্মকর্তা-কর্মচারী জাতীয় পতাকা হাতে নিয়ে দক্ষিণ প্লাজার পাশে সমবেত হন।

এরপর র‌্যালি করে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে তারা মানববন্ধন করেন।

মানববন্ধনে অংশ নিয়ে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব জাফর আহমেদ খান বলেন, দেশ যখন প্রধানমন্ত্রীর নেতৃত্বে মুজিববর্ষ পালন করছে, তখন উৎকট কিছু বিষয় জনমনে বিভ্রান্তি তৈরি করছে। স্বাধীনতার ৫০ বছর পরে বঙ্গবন্ধুকে অবমাননা করা হচ্ছে। বঙ্গবন্ধুকে অবমাননা মানে রাষ্ট্রকে অবমাননা। একটি কুচক্রী মহল জনগণকে বিভ্রান্ত করে ফায়দা হাসিল করতে চায়। যার যা কিছু আছে তা নিয়ে কুচক্রীদের রুখে দাঁড়াতে হবে।

এ সময় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব নুরুজ্জামান মানববন্ধনে বলেন, দেশ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে তখন আবার ষড়যন্ত্র করছে, মানুষকে বিভ্রান্ত করছে। আমরা চুপ করে থাকবো না। এদের অবশ্যই রুখে দিতে হবে। শুধু আইন দিয়ে নয়, এ কুচক্রী ষড়যন্ত্রকারীদের রুখতে আমরা রাস্তায় নেমেছি।

মানববন্ধনে ফোরামের সভাপতি উপ-সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদার, সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) ও জাতীয় সংসদ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ফোরামের সহ-সভাপতি তারিক মাহমুদ, জাতীয় সংসদ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ফোরামের সাধারণ সম্পাদক সহকারী সচিব মো. আসিফ হাসান, সহকারী পরিচালক তানজীনা তানিন, কম্পিউটার অপারেটর আবুল খায়ের উজ্জ্বল বক্তব্য রাখেন।  

সংসদ সচিবালয় ছাড়াও গণপূর্ত বিভাগ, সোনালী ব্যাংক (সংসদ সচিবালয় শাখা), নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ, মেডিক্যাল সেন্টারে কর্মরতরাও মানববন্ধনে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০
এসকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।