ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

সরকারি গাছ বিক্রি করে ফেঁসে গেলেন চেয়ারম্যান 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০
সরকারি গাছ বিক্রি করে ফেঁসে গেলেন চেয়ারম্যান  কেটে ফেলা গাছের গুঁড়ি। ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: অনুমতি না নিয়ে গাছ বিক্রি করে ফেঁসে গেছেন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলাও হয়েছে।

সোমবার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলা বন কর্মকর্তা মহসিন হাসান বাদী হয়ে থানায় মামলা করেন।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরুল হাসান বলেন, চকমিরপুর ইউনিয়ন পরিষদে বজ্রপাতে অর্ধমৃত একটি সেগুন গাছ লিখিত বা মৌখিক অনুমতি না নিয়ে চেয়ারম্যান শফিকুল ইসলাম কাঠ ব্যবসায়ী কহিনুর ইসলামের কাছে বিক্রি করে দেন। গত ৯ ডিসেম্বর ওই গাছ কাঠ ব্যবসায়ী কহিনুর ইসলাম কেটে নিয়ে যান। বিভিন্ন স্থানে খোঁজ খবর নিয়ে সোমবার নাগরপুর উপজেলার ভাদ্রা রহিমের  স’মিল থেকে ২০ ঘণ ফুট ওই গাছের গুঁড়ি উদ্ধার করা হয়।

এ ঘটনায় দৌলতপুর উপজেলা বন কর্মকর্তা মো. মহসিন হোসেন বাদী হয়ে থানায় মামলা  করেছেন। ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলামকে গাছ টাকার ব্যাপারে লিখিত বা মৌখিক কোনো অনুমোদন দেওয়া হয়নি। সেইসঙ্গে বিক্রিত গাছের টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে তিনি আত্মসাৎ করেছেন।

ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদের সামনে দুই বছর আগে বজ্রপাতে একটি সেগুন গাছ মরে যায়। বিভিন্ন সময় ডালপালা ভেঙে পড়ে লোকজন আহত হওয়ার ঘটনাও ঘটেছে। উপজেলা সমন্বয় সভায় একাধিকবার ঝুঁকিপূর্ণ ওই গাছ কাটার প্রস্তাব দেওয়া হয়েছে। সর্বশেষ উপজেলা বন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মৌখিক অনুমতি নিয়ে ইউনিয়ন পরিষদের রেজুলেশনের মাধ্যমে গাছটি কাটা হয়েছে। ৮০ হাজার টাকা মূল্য ধরে ৩৫ হাজার টাকা নগদ পেয়ে গাছটি কাঠ ব্যবসায়ী কহিনুর ইসলামকে দিয়ে দেওয়া হয়েছে। সবগুলো টাকা হাতে পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে তা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।  

মামলা হওয়া প্রসঙ্গে তিনি বলেন, প্রতিপক্ষের লোকজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ভুল বুঝিয়ে তার বিরুদ্ধে মামলা দিয়েছেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, অনুমতি না নিয়ে ইউনিয়ন পরিষদের গাছ বিক্রি করার অভিযোগে উপজেলা বন কর্মকর্তা একটি লিখিত দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।