ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে দেড় কোটি টাকার স্বর্ণের বার ছিনতাই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০
রাজশাহীতে দেড় কোটি টাকার স্বর্ণের বার ছিনতাই ছবি: প্রতীকী

রাজশাহী: রাজশাহী মহানগরে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ১৭টি স্বর্ণের বার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (২১ ডিসেম্বর) বিকেলে নগরের শিরোইল এলাকায় এ ঘটনা ঘটে।

 

খোঁজ নিয়ে জানা যায়, রাজশাহীর পুঠিয়া উপজেলার ধীরেন ধর জেলার একজন জুয়েলার্স ব্যবসায়ীর কাছে হস্তান্তরের জন্য ফেনী থেকে স্বর্ণের বারগুলো এনেছিলেন।  

বিকেলে ধীরেন ধর ও তার ভাই জিতেন ধর শিরোইলে বাস থেকে নেমে নগরের বালিয়াপুকুর এলাকায় ওই ব্যবসায়ীর বাড়ি যাচ্ছিলেন। এ সময় তাদের অস্ত্র ঠেকিয়ে কয়েকজন যুবক বারগুলো ছিনতাই করে নেয়।

ধীরেন ধর বাংলানিউজকে বলেন, প্রতিটি বারের ওজন ১০ ভরি। মোট ১৭০ ভরি স্বর্ণের দাম প্রায় দেড় কোটি টাকা।

নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন বলেন, তাদের দু’জনকে থানায় আনা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।