ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় প্রতারক চক্রের ৩ সদস্য আটক

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০
আশুলিয়ায় প্রতারক চক্রের ৩ সদস্য আটক

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় একটি কোম্পানি সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় প্রতারক চক্রের তিন সদস্যকে আটক ও ১৫ জনকে উদ্ধার করেছে র‌্যাব-৪ এর একটি দল।

সোমবার (২১ ডিসেম্বর) রাত ৯টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর এ এইচ এম আদনান তফাদার।

 

এর আগে, একই দিন বিকাল ৩টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় এএসএস প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- রাম চন্দ্র হালদারের ছেলে রবিন হালদার (১৯), লিয়াকত আলীর ছেলে লাবিব (১৯) ও শাজাহান আলীর ছেলে রাসেল মাহমুদ (২৪)।

র‌্যাব-৪ সূত্রে জানা গেছে, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে প্রতারণার কথা জানতে পেরে সন্ধ্যায় জামগড়া অবস্থিত এএসএস প্রাইভেট লিমিটেডে নামের সেই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তিন জনকে আটক করা হয় ও প্রতারণার স্বীকার হওয়া ১৫ জনকে উদ্ধার করা হয়। এসময় ২০ কপি অঙ্গিকার নামা, ২০০ কপি নিয়োগ বিজ্ঞপ্তি, ৪টি মুঠোফোনসহ অনান্য কাগজ পত্র জব্দ করা হয়।

এ বিষয়ে র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর এ এইচ এম আদনান তফাদার বাংলানিউজকে বলেন, প্রতারক চক্রের সদস্যরা নতুন কৌশল করে সাধারণ মানুষের কাছে টাকা হাতিয়ে নিচ্ছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।