ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

মেঘনা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২০
মেঘনা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চরঈশ্বর ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদী থেকে অজ্ঞাত পরিচয় (৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার পরনে লুঙ্গি ও গায়ে কালো জামা ছিল বলে জানিয়েছে পুলিশ।

 

সোমবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ইউনিয়নের বাংলা বাজার এলাকার মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হাতিয়ার নলচিরা নৌ পুলিশের ইনচার্জ একরাম উল্যা জানান, বিকেলে বাংলা বাজার এলাকার মেঘনা নদীর তীরে একটি মরদেহ ভাসতে দেখে আমাদের অবগত করে স্থানীয় লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে স্থানীয় লোকজন নিহত ব্যক্তিকে সনাক্ত করতে পারেনি। ধারণা করা হচ্ছে শনি-রোববারের কোন একসময় তার মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ০৪১২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।