ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২০
সাভারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সাভার (ঢাকা): সাভারে অজ্ঞাত গাড়ির চাপায় দারগ আলী (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২১ ডিসেম্বর) রাত ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের উলাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দারগ আলী বিনা ডাঙ্গি গ্রামের সিংগায়ের থানার মানিকগঞ্জ জেলার হাজী হোসেন আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, রাত ১০টার দিকে সাভার থেকে মোটরসাইকেল যোগে হেমায়েতপুরের দিকে যাচ্ছিলেন দারগ আলী। পেছন দিক থেকে আসা কোনো এক অজ্ঞাত পরিবহন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহফুজর রহমান বাংলানিউজকে বলেন, খবর পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি মরদেহ পরে আছে। পুলিশকে বিষয়টি জানানো হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ০৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।