ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি সেলসিয়াস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২০
চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি সেলসিয়াস কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। ছবি: বাংলানিউজ

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এতে জেঁকে বসেছে শীত।

ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। সন্ধ্যায় ফাঁকা হয়ে যাচ্ছে গ্রাম-শহর।

প্রচণ্ড শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। ভোরে কাজের জন্য বাড়ি থেকে বের হয়েও কাজ না পেয়ে আবার ফিরে যাচ্ছেন শ্রমিকরা। এছাড়া স্বল্প আয়ের মানুষদেরও শীতে জবুথবু অবস্থায়। যার প্রভাব পড়েছে তাদের দৈনন্দিন জীবিকার ওপর।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।  

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক জানান, তাপমাত্রা আরও কমতে পারে। এরকম পরিস্থিতি আরো দুয়েকদিন অব্যাহত থাকতে পারে। এরই মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে না।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।