ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

পদ্মায় মিললো ২৫ কেজির বোয়াল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২০
পদ্মায় মিললো ২৫ কেজির বোয়াল পদ্মা ও যমুনার মোহনায় জালে ধরা পড়া ২৫ কেজির বোয়াল মাছটি। ছবি: বাংলানিউজ

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় পদ্মা ও যমুনার মোহনায় ধরা পড়েছে ২৫ কেজি ওজনের বোয়াল মাছ।  

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে স্থানীয় জেলে কালী হলদারের জালে মাছটি ধরা পড়ে।

 মাছটিকে এক নজর দেখতে ভিড় করেন স্থানীয়রা।

দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাটের শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক মো. শাজাহান মিয়া সম্রাট বাংলানিউজকে বলেন, ভোরে পদ্মা ও যমুনার মোহনায় জাল ফেলেন জেলে কালী হলদার। এ সময় তার জালে ধরা পড়ে ২৫ কেজি ওজনের বোয়াল মাছটি। পরে ৬৮ হাজার ৭৫০ টাকায় মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী নূর মিয়া।

মাছটির ক্রেতা ব্যবসায়ী নূর মিয়া বাংলানিউজকে বলেন, এখন পদ্মায় প্রায়ই এমন বড় মাছ ধরা পড়ছে। সকালে ধরা পড়া বোয়াল মাছটি ২ হাজার ৭৫০ টাকা কেজি দরে কিনেছি। পরে ৩ হাজার টাকা কেজি দরে ৭৫ হাজার টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছি।  

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।