ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে বাসের ধাক্কায় শিশু নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২০
বরিশালে বাসের ধাক্কায় শিশু নিহত

বরিশাল: ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুরে বাসের ধাক্কায় মো. নয়ন (৫) নামে এক শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর তহসিল অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু নয়ন ওই এলাকার এনামুল হকের ছেলে এবং সে স্থানীয় একটি মাদরাসার ছাত্র।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল এয়ারপোর্ট থানার ওসি জাহিদ বিন আলম বলেন, দুপুরের দিকে মাদরাসা থেকে রাস্তা পারাপারের সময় গৌরনদী থেকে বরিশালের দিকে আসতে থাকা এস আর ক্লাসিক নামে একটি বাস (জ-১২৯) শিশু নয়নকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় বাসটিকে আটক করা করা গেলেও চালক ও হেলপার পালিয়ে যান বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২৩০৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২০
এমএস/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।