ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

লোহাগড়ায় নবগঙ্গা নদী থেকে জেলের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২০
লোহাগড়ায় নবগঙ্গা নদী থেকে জেলের মরদেহ উদ্ধার

নড়াইল: নড়াইলের লোহাগড়ার নবগঙ্গা নদী থেকে রাধাকান্ত দাস (৫৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে নদীর উপজেলার কাঞ্চনপুর পয়েন্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তার বাড়ি লোগাগড়া উপজেলার কলাগাছি গ্রামে।  

পুলিশ জানায়, গত শনিবার (১৯ ডিসেম্বর) উপজেলার নবগঙ্গা নদীর কাঞ্চনপুর এলাকায় তিনজন জেলে জাল পেতে ডিঙ্গি নৌকায় ঘুমিয়ে ছিলেন। রাত ১১টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী বাল্কহেট ওই ডিঙ্গি নৌকাকে ধাক্কা দিলে জেলেদের নৌকা ডুবে যায়। এ সময় নৌকায় থাকা দুই জেলে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও রাধাকান্ত দাস নিখোঁজ হন। এরপর তিনদিন অনেক খুঁজেও তাকে পাননি স্বজনরা। অবশেষে মঙ্গলবার দুপুরে নদীতে তার মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে।  

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।