ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২০
নীলফামারীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু ছবি: প্রতীকী

নীলফামারী: নীলফামারীতে ট্রেনের ধাক্কায় আবুল কাশেম (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে জেলার ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের আউট সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাশেম সোনারায় ইউনিয়নের টংবান্দা এলাকার বাসিন্দা।

ডোমার রেলওয়ে স্টেশনের মাস্টার মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, দুপুরে আউট সিগন্যাল এলাকায় রেললাইনের উপর দিয়ে হাঁটছিলেন কাশেম। এ সময় নীলফামারীর চিলাহাটী থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২০
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।