ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে ধান ক্ষেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
রংপুরে ধান ক্ষেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

রংপুর: রংপুরে ধান ক্ষেত থেকে মিজানুর রহমান মিজান নামে এক সুপারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ ডিসেম্বর) সকালে নগরীর ধান গবেষণা ইনস্টিটিউটের পিছনের একটি ধান ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার হয়।

 

স্থানীয়রা জানান, সকালে ধান ক্ষেতে ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে মহানগর পুলিশের তাজহাট পুলিশ সদস্যরা গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) ওবায়দুল ইসলাম বাংলানিউজকে জানান, নিহত ব্যক্তি পেশায় ব্যবসায়ী। তিনি নগরীর মধ্য বাবুখাঁ এলাকার রইসউদ্দিনের ছেলে। মিজান লালবাগ বাজার ব্যবসায়ী সমিতির সদস্য ছিলেন।  

তাজহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহটির পরিচয় শনাক্ত করার পর ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। এই হত্যাকাণ্ডের প্রাথমিক তদন্ত চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।