ঢাকা, বুধবার, ১৭ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

কবিরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২০
কবিরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মঞ্জুরুল ইসলাম মঞ্জু

নোয়াখালী: নোয়াখালীর কবিরহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় মঞ্জুরুল ইসলাম মঞ্জু (২০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছেন।

বুধবার (২৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এর আগে, একই দিন বিকেল ৪টার দিকে উপজেলার নোয়াখালী-জোরালগঞ্জ সড়কের হালিমের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মঞ্জুরুল ইসলাম মঞ্জু উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মির্জাপুর গ্রামের মাহবুবুল হক মেম্বারবাড়ীর ইউছুপ আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, বুধবার বিকেল ৪টার দিকে মঞ্জু এবং তার বন্ধুরা মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। পথে হালিমের দোকান এলাকায় পৌঁছালে এক পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক। এসময় মোটরসাইকেলের পেছনে থাকা মঞ্জু ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

পরে তাকে উদ্ধার করে প্রথমে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০২২০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।