ঢাকা, বুধবার, ১৭ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

বনানীতে কষ্টিপাথরের মূর্তিসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২০
বনানীতে কষ্টিপাথরের মূর্তিসহ আটক ৩ প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর বনানী এলাকা থেকে কষ্টিপাথরের মূর্তিসহ চোরাচালানি চক্রের ৩ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। উদ্ধার হওয়া কষ্টিপাথরের প্রত্নতাত্ত্বিক মূর্তিটি কোটি টাকা মূল্যের বলে জানিয়েছে র‌্যাব।

বুধবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানীর বনানী থানা এলাকার জলখাবার রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে প্রাথমিকভাবে আসামিদের নাম-পরিচয় জানা যায়নি।

র‍্যাব-১০ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-১) অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার রাতে রাজধানীর বনানীর জলখাবার রেস্টুরেন্টে একটি চোরাচালানি চক্র অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব-১০ একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে কষ্টিপাথরের প্রত্নতাত্ত্বিক মূর্তিসহ ৩ জনকে আটক করা হয়।  

আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৪১০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২০
এসজেএ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।