ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারের মেঘনা নদীতে নিখোঁজ মাঝির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২০
আড়াইহাজারের মেঘনা নদীতে নিখোঁজ মাঝির মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারের মেঘনা নদীতে ডুবে নিখোঁজ হওয়া আবু হানিফা (৬০) নামের এক মাঝির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিশনন্দী বাজার মেঘনা নদী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আবু হানিফা মাধবদী থানার চর ভাসানিয়া গ্রামের মৃত আলমাছ মিয়ার ছেলে।

আড়াইহাজারের খাগকান্দার নৌ-পুলিশ ফাড়িঁর ইনচার্জ পরিদর্শক আব্দুল হাকিম আজাদ জানান, সোমবার সকাল ৮টার দিকে আবু হানিফার নৌকা ভাড়া নিয়ে দুই জন লোক বিশনন্দী এলাকায় মেঘনা নদীতে মাছ ধরতে যায়। কিছুক্ষণ যাওয়ার পরপরই বড় একটি ট্রলার মাছ ধরার নৌকাটিকে ধাক্কা দিলে মাঝি আবু হানিফা নদীতে পড়ে যায়। এর পর থেকে মাঝি নিখোঁজ ছিল। অবশেষে বৃহস্পতিবার মেঘনা নদীতে তার মরদেহ ভেসে উঠে।

তিনি আরো জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।