ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২০
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত প্রতীকী ছবি

টাঙ্গাইল: টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্বরে কাভার্ড ভ্যানের থাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিচয় পাওয়া যায়নি।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আইয়ুবুর রহমান বাংলানিউজকে জানান, সেতুর গোলচত্বর এলাকায় উল্টো পথ দিয়ে যাচ্ছিল একটি মোটরসাইকেল। এ সময় একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই মোটরসাইকেলটির আরোহী নিহত হন। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।