ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভূঞাপুরে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২০
ভূঞাপুরে ট্রাকচাপায় শিশুর মৃত্যু প্রতীকী

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রাকচাপায় রনি (৮) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ভূঞাপুর পৌরসভার গণেশ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রনি ময়মনসিংহের মাজারগঞ্জ গ্রামের শফিকের ছেলে। শিশুটি তার মায়ের সঙ্গে পৌরসভার রসুনা এলাকায় থাকতো।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে সড়কে খেলাধুলা করছিল রনি। এ সময় মাটিভর্তি একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।