ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ধামইরহাটে ট্রাক্টরের ধাক্কায় ডাক পিয়ন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২০
ধামইরহাটে ট্রাক্টরের ধাক্কায় ডাক পিয়ন নিহত

নওগাঁ: নওগাঁর ধামইরহাটে মাটি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় বলজুর রহমান (৭০) নামে এক ডাক পিয়ন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার আলমপুর ইউনিউনের বীরগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি আলমপুর পোস্ট অফিসে বেসরকারিভাবে দীর্ঘবছর সততার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন।

ইউপি সদস্য হাফিজুর রহমান জানান, বীরগ্রাম রাস্তার পাশে কয়েক বিঘা তিন ফসলি জমিতে তৈরি হচ্ছে পুকুর খননের কাজ। ওই খননকৃত পুকুরের মাটি বিভিন্ন স্থানে বিক্রি হচ্ছে। দুপুরে পুকুর থেকে মাটি নিয়ে একটি ট্রাক্টর সড়কে উঠছিল। তখন বজলুর রমহান সাইকেলে চিঠি বিলি করার জন্য যাচ্ছিলেন। এসময় ওই মাটি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় বজলুর রমহান গুরুতর আহত হন।  পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যালে পাঠায়। পরে রাজশাহী নেওয়ার পথে তিনি মারা যান।

ধামইরহাট পোস্ট অফিসের পোস্টাল অপারেটর ফটিক চন্দ্র মাহতো বাংলানিউজকে জানান, আমাদের অধীনে একজন কর্মচারী সড়কে মারা গেছেন এইটা খুবই দুঃখজনক। আমি বিষয়টি উপর মহলে অবগত করেছি এবং এ ঘটনায় সঠিক বিচারের দাবি জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।