ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় আগের জায়গায় ফিরছেন কাঁচাবাজার ব্যবসায়ীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২০
বগুড়ায় আগের জায়গায় ফিরছেন কাঁচাবাজার ব্যবসায়ীরা

বগুড়া: বগুড়ায় ফতেহ আলী বাজারেই ফিরছেন শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে স্থানান্তর হওয়া কাঁচাবাজার ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসনের সঙ্গে ব্যবসায়ীদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে সব ব্যবসায়ীকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট সালাহউদ্দিন আহমেদ।

করোনা প্রকোপ বেড়ে যাওয়ায় এর আগে শুক্রবার (১৮ ডিসেম্বর) জেলা প্রশাসনের সঙ্গে ব্যবসায়ীদের এক সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী শহরের ফতেহ আলীসহ প্রধান কাঁচাবাজারগুলো আলতাফুন্নেছা খেলার মাঠে স্থানান্তর হয়।

তবে স্থানান্তরের প্রথম দিনের পর থেকেই ব্যবসায়ীরা কেনাবেচা আশানুরূপ না হওয়ার অভিযোগ করেন। পরে তারা দোকান বন্ধ করে দিয়ে অঘোষিত ধর্মঘটে যান।

রাজাবাজার ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ বাংলানিউজকে জানান, জেলা প্রশাসনের সাথে কাঁচাবাজার ব্যবসায়ীদের এক জরুরি সভায় সিদ্ধান্ত হয় ব্যবসায়ীরা স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার (২৫ ডিসেম্বর) থেকে আগের জায়গাতেই ফিরতে পারবেন।

জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট সালাহউদ্দিন আহমেদ জানান, করোনা সংক্রমণের বিস্তার রোধে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার করে সীমিত পরিসরে দোকান আগের জায়গায় দেওয়ার অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। এ ক্ষেত্রে প্রতিদিন বাজারে খাসির মাংসের ১৯টির মধ্যে ৮/৯টি, গরুর মাংসের ৮টির মধ্যে ৪টি, মুরগির ২০টির মধ্যে ১০টি, মাছের ১২০টির মধ্যে ৫০টি দোকান খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।

কাঁচাবাজার ব্যবসায়ীদের সাথে জেলা প্রশাসনের জরুরি সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফয়সাল মাহমুদ, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আমিনুল হক, রাজাবাজার ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ, রেললাইন বাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ফতেহআলী বাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক হাফিজার রহমান, ফতেহআলী বাজার কাঁচামাল ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আলাল শেখ।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২০
কেইউএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।