ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কটিয়াদীতে ইয়াবাসহ রোহিঙ্গা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২০
কটিয়াদীতে ইয়াবাসহ রোহিঙ্গা আটক আটক ওসমান গণি

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ২৮০ পিস ইয়াবাসহ ওসমান গণি (২২) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাতে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার বিএন এম শোভন খান এ তথ্য জানান।

 

আটক ওসমান (মিয়ানমার নাগরিক) কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কতুপালং রিফিউজি ক্যাম্পের বাসিন্দা মো. এজাহার হোসেনের ছেলে।  

বৃহস্পতিবার দুপুরে কটিয়াদী সদরের চৌরাস্তা সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিএন এম শোভন খান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরের দিকে কটিয়াদী সদরের চৌরাস্তা সংলগ্ন তাজ রেস্টুরেন্ট এলাকা থেকে ওসমান গণিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৮০ পিস ইয়াবা, দুইটি মোবাইলফোন ও ১৫শ’ টাকা জব্দ করা হয়। আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কটিয়াদী মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২০ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।