ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আ’লীগ প্রার্থীর সমর্থনে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২০
আ’লীগ প্রার্থীর সমর্থনে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

রাজশাহী: রাজশাহীর কাটাখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থনে নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী আবু সামা।  

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র আব্বাস আলীর সমর্থনে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে আবু সামা বলেন, কাটাখালি পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি মনোনয়নপত্র দাখিল করেছিলাম। আমার নির্বাচনী মার্কা ছিল নারিকেল গাছ। আমি একজন নিবেদিত প্রাণ আওয়ামী লীগ কর্মী হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্বাস আলীকে সমর্থন করে আমার প্রার্থিতা প্রত্যাহার করলাম।  

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিনের উপস্থিতি ও তাদের পরামর্শক্রমে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেছেন বলেও জানান।

বাংলাদেশ সময়: ০২৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২০
এসএস/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।