ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেনীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২০
ফেনীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ...

ফেনী: ফেনী সদর উপজেলার বোগদাদীয়া এলাকায় অভিযান চালিয়ে ১৩৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আলাউদ্দিন (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭।  

শুক্রবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় র‌্যাব এ তথ্য নিশ্চিত করে।

 

র‌্যাব-৭ ফেনী ক্যাম্প জানায়, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে, একজন মাদক ব্যবসায়ী বোগদাদীয়া নামক স্থানে ঢাকা চট্টগ্রাম রোডের বোগদাদীয়া হোটেলের সামনে পাকা রাস্তার উপর মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। সেখানে অভিযান চালিয়ে মো. আলাউদ্দিনের (৪০) কাছ থেকে ১৩৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আলাউদ্দিনকে উদ্ধার ইয়াবা ট্যাবলেটসহ ফেনী মডেল  থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২০ 
এসএইচডি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।