ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে ব্রিজের রে‌লিং থেকে পড়ে যুবক নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
গোপালগঞ্জে ব্রিজের রে‌লিং থেকে পড়ে যুবক নিখোঁজ

গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপ‌জেলার উলপুর ব্রিজের রেলিং থেকে পড়ে মুরাদ শেখ (২২) নামে এক ওয়ার্কশপ শ্রমিক নিখোঁজ হয়েছেন।

মুরাদ শেখ উপজেলার গোবরা গ্রামের খোকা মিয়া শেখের ছেলে।

তি‌নি উলপুর বাজারে রাসেল শেখের ওয়ার্কসপে শ্রমিকের কাজ করতেন।

শুক্রবার (২৫ ডিসেম্বর) রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ম‌নিরুল ইসলাম জানান, কাজ শেষে রাসেল শেখ বন্ধুদের সঙ্গে ব্রিজের রে‌লিংয়ের উপর বসে গল্প কর‌ছিল। হঠাৎ করে সে রেলিং থেকে পড়ে পা‌নিতে ত‌লিয়ে যায়। খবর পেয়ে পু‌লিশ ও ফায়ার সা‌র্ভিসের ক‌র্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধারে অভিযান শুরু করে।

গোপালগঞ্জ ফায়ার সা‌র্ভি‌সের সহকারী প‌রিচালক জানে আলম জানান, খুলনার ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা সকালে এসে উদ্ধার তৎপরতা চালাবে।    

বাংলাদেশ সময়: ০৩২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।