ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

২ ট্রাকের ভারে দেবে গেলো বেইলি ব্রিজ!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
২ ট্রাকের ভারে দেবে গেলো বেইলি ব্রিজ! দেবে যাওয়া বেইলি ব্রিজ। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: গাছের গুঁড়ি বোঝাই দুইটি ট্রাকের ভারে দেবে গেছে খাগড়াছড়ির দীঘিনালা-মেরুং সড়কের চৌমহনী এলাকায় থাকা বেইলি ব্রিজ। এ সময় তিন জন আহত হয়েছে।

তাদের পরিচয় পাওয়া যায়নি।

বেইলি ব্রিজ দেবে যাওয়ায় জেলা দীঘিনালা উপজেলার মেরুং এলাকা ছাড়াও রাঙামাটির লংগদু উপজেলার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অথচ ব্রিজটিতে পাঁচ টনের অধিক পরিবহন নিষিদ্ধ ছিলো।

শনিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে গাছের গুঁড়ি বোঝাই দুটি ট্রাক একইসঙ্গে বেইলি ব্রিজে উঠে পড়ায় অতিরিক্ত ওজনের কারণে সেটি ছড়ার ওপর ভেঙে পড়ে। ট্রাক দুইটি মেরুং থেকে খাগড়াছড়ির দিকে আসছিলো। এসময় আরও একটি মাহেন্দ্র গাড়িও দুর্ঘটনা কবলিত হয়। এতে ৩ জন যাত্রী আহত হয়েছে।

স্থানীয় বাসিন্দা আমির হোসেন বাংলানিউজকে বলেন, সেতুটি এমনিতে নড়বড়ে। গাছের গুঁড়ি বোঝাই দুটি ট্রাকের ওজন প্রায় ৫০ টন হবে। যেখানে ৫ টনের অধিক পরিবহন করা যায় না সেখানে একসঙ্গে দুটি ট্রাক উঠলে তো ভাঙবেই।

এ বিষয়ে খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকির মোহাম্মদ ফয়সাল বাংলানিউজকে বলেন, খবর পেয়েই সড়ক বিভাগের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গেছেন। তবে, ব্রিজটি পুনরায় চালু করতে কয়েকদিন সময় লেগে যেতে পারে।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।