ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কাশিমপুর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
কাশিমপুর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

গাজীপুর: গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে আবু বাক্কার (৬৫) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু।  

শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

আবু বাক্কার কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার মাতুয়ার কান্দা এলাকার বাসিন্দা। কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে তার কয়েদি নম্বর ৪৪১৯/১৯।  

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার গিয়াস উদ্দিন জানান, দুপুরে কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আবু বাক্কার। এ সময় তাকে প্রথমে কারা হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।  

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০ 
আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।