ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ওয়াসার ঠিকাদারের বিরুদ্ধে ডিএনসিসির জিডি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
ওয়াসার ঠিকাদারের বিরুদ্ধে ডিএনসিসির জিডি

ঢাকা: ঢাকার ওয়াটার অ্যান্ড সুয়ারেজ অথরিটি (ওয়াসা) নিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না পেট্রোলিয়াম পাইপলাইন ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের (সিপিপি) বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)।  

ডিএনসিসি আওতাধীন সড়কে বিনা অনুমতিতে রাস্তা খনন করায় এ জিডি করে কর্পোরেশন।

 

শনিবার (২৬ ডিসেম্বর) ডিএনসিসির জনসংযোগ শাখা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

এদিন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানায় এ জিডি দায়ের করা হয়। সিটি কর্পোরেশনের প্রকৌশল শাখার পক্ষে কার্য সহকারী সোলায়মান কবীর জিডির আবেদন করেন।  

জিডিতে বলা হয়, ডিএনসিসির উত্তরার এক নম্বর ওয়ার্ডের সেক্টর-৭ এর ৯/বি, ১৩ ও ৩৪ নম্বর ডিএনসিসি কর্তৃক নতুন উন্নয়নকৃত রাস্তা গত ২৬ ডিসেম্বর তারিখে ঢাকা ওয়াসার নিয়োজিত ঠিকাদার চায়না পেট্রোলিয়াম পাইপলাইন ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড (সিপিপি) বিনা অনুমতিতে রাস্তা খনন করে ভূ-গর্ভস্থ পানির পাইপ লাইন স্থাপন কাজ করা হচ্ছে। ফলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন রাজস্ব আয় থেকে বঞ্চিত হওয়াসহ জনসাধারণ ও যানবাহন চলাচলের বিঘ্ন সৃষ্টি হচ্ছে।  

প্রসঙ্গত, গত আগস্টে উত্তরা সাত নম্বরের বেশকিছু সড়কে সংস্কার কাজ করেছে ডিএনসিসি।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
এসএইচএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।