ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত  ফাইল ছবি

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনায় নয়ন কর্মকার (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু’জন।

 

শনিবার (২৬ ডিসেম্বর) বিকেলের দিকে উপজেলার রামশীল-নাগরা সড়কের বান্ধাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত নয়ন ওই গ্রামের ঝন্টু কর্মকারের ছেলে। তিনি রামশীল কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

আহত দু’জন হলেন- কিশোর চৌধুরী (২০), অনুপ সরকার (১৯)।  

স্থানীয়রা জানান, চৌধুরী ও অনুপকে নিয়ে বিকেলে মোটরসাইকেলে করে রামশীল থেকে উপজেলা সদরে দিকে আসছিলেন কলেজছাত্র নয়ন। পথে বান্ধাবাড়ী এলাকায় ব্যাটারিচালিত একটি ইজিবাইকের সঙ্গে তাদের মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন আরোহী তিন যুবক। এ অবস্থায় স্থানীয়রা আহত তিন জনকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. জাকারিয়া ঘটনার সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।