ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে ছিন্নমূলদের মাঝে ডিসির শীতবস্ত্র বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
নোয়াখালীতে ছিন্নমূলদের মাঝে ডিসির শীতবস্ত্র বিতরণ শীতবস্ত্র বিতরণ। ছবি: বাংলানিউজ

নোয়াখালী: নোয়াখালীতে অসহায় ছিন্নমূল শীতার্ত নারী, পুরুষ ও শিশুদের মধ্যে কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক খোরশেদ আলম খান।  

শনিবার (২৬ ডিসেম্বর) দিনগত মধ্য রাতে নোয়াখালীর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ কম্বল বিতরণ করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু ইউসুফ, সদর উপজেলা ভূমি কর্মকর্তা মো. জাকারিয়া, নির্বাহী ম্যাজিস্টেট আসাদুজ্জামান রনিসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক।

জেলা প্রশাসক বলেন, যারা ছিন্নমূল, শীত নিবারণ করার সামর্থ্য নেই, তাদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।