ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় সাবেক ফুটবলার গোলাম গাউস গ্রেফতার

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২০
ফতুল্লায় সাবেক ফুটবলার গোলাম গাউস গ্রেফতার

নারায়ণগঞ্জ: মাঠ কাঁপানো সাবেক ফুটবলার গোলাম গাউসকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ কোর্টের কাছ থেকে ফতুল্লা মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশ গাউসের বিরুদ্ধে বিদ্যুৎ আইনে দুটি মামলার গ্রেফতারি পরোনা দেখিয়ে একই দিন তাকে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করেন। গ্রেফতারি পরোয়ানা দুটির মধ্যে একটি তিন বছরের সাজার পরোয়ানা রয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, গাউসের বিরুদ্ধে বিদ্যুৎ আইনে দুটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। যার মধ্যে একটি তিন বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানা। ধারণা করা হচ্ছে, বিদ্যুৎ বিল না দেয়ায় তার বিরুদ্ধে বিদ্যুৎ কর্তৃপক্ষ মামলা করেছিল। সেই মামলার একটি বিচারাধীন, আরেকটি সাজা হয়েছে।  

গোলাম গাউসকে গ্রেফতারের পর সঙ্গে সঙ্গে নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।