ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রামপুরায় ২০ হাজার ইয়াবাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২১
রামপুরায় ২০ হাজার ইয়াবাসহ আটক ২ ইয়াবা, ফাইল ফটো

ঢাকা: রাজধানীর রামপুরা থানা এলাকা থেকে ২০ হাজার ইয়াবা বড়িসহ দুই মাদককারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ।

শুক্রবার (১ জানুয়ারি) দুপুরে আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন ডিএমপির গোয়েন্দা গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মো. গোলাম সাকলায়েন।

আটকরা হলেন- নাদিম মাহমুদ (২৭) ও রিয়াজুল ইসলাম রিপন (৪৪)।

গোলাম সাকলায়েন জানান, বৃহস্পতিবার দিনগত রাতে রামপুরা থানার বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে নাদিম ও রিপনকে আটক করা হয়। তারা ইয়াবা বড়ি নিয়ে ঢাকার মাদককারবারিদের কাছে সরবরাহ করছিলেন। এ সময় তাদের তল্লাশি করলে ২০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, কক্সবাজার থেকে ইয়াবা বড়ি সংগ্রহ করে কৌশলে তা ঢাকায় এনে মাদককারবারিদের কাছে সরবরাহ করতেন।

আটক নাদিম ও রিপনের বিরুদ্ধে রামপুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২১
এসজেএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।