ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে রেললাইন থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২১
গোপালগঞ্জে রেললাইন থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

গোপালগঞ্জ: গোপালগঞ্জে রেললাইন থেকে অন্তরা খানম (১৩) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শুক্রবার (১ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার নলডাঙ্গা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত অন্তরা খানম সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের কোনাগ্রাম এলাকার নাসির ফকিরের মেয়ে। সে মাঝিগাতী দশপল্লী এন.কে উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

নিহতের বাবা নাসির ফকির বলেন, অন্তরা বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুরনো বাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। রাতভর পুরনো বাড়িসহ বিভিন্ন জায়গায় খুঁজেও তাকে পাওয়া যায়নি। পরে সকাল সাড়ে ৮টার দিকে নলডাঙ্গা এলাকায় রেললাইনে তার মরদেহ পাওয়া যায়।  

নাসির ফকিরের দাবি, তার মেয়েকে হত্যা করে মরদেহ রেললাইনের ওপর ফেলে রাখা হয়েছে।  

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।  

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।