ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২১
কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু। প্রতীকী ছবি

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কৃষি জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলা উদ্দিন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  শুক্রবার (১ জানুয়ারি) উপজেলার চর এলাহী ইউনিয়নের গাংচিল গ্রামে এ ঘটনা ঘটে।

আলা উদ্দিন উপজেলার চর এলাহী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর।

স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুর ১২টার দিকে আলা উদ্দিন কৃষি জমিতে সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক মোটর চালু করতে গেলে অসতর্কতায় বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।