ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভারতে পাচার হওয়া ৩ নারীকে দেশে হস্তান্তর

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২১
ভারতে পাচার হওয়া ৩ নারীকে দেশে হস্তান্তর

বেনাপোল (যশোর): ভালো কাজের প্রলোভনে বিভিন্ন সময় ভারতে পাচার হওয়ার দুই বছর পর ৩ বাংলাদেশি নারীকে দেশে ফেরত পাঠিয়েছে ভারত সরকার।

শুক্রবার (১ জানুয়ারি) বিকেল ৫টায় তাদের ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

এরপর জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা তাদের গ্রহণ করে।

ফেরত আসা নারীরা হলেন- যশোরের মুনতাজ মোড়লের মেয়ে মুসলিমা খাতুন (১৭), ভোলার নুরুল ইসলামের শিল্পী আক্তার পাখি (২০), বাগেরহাটের জাকারিয়া মোল্লার মেয়ে রাবেয়া খাতুন (১৬)।

ওই এনজিও সংস্থার প্রোগ্রামার অফিসার মুহিত বাংলানিউজকে জানান, ভুক্তভোগী নারীরা ভালো কাজে আশায় বিভিন্ন সময় দালালের প্রলোভনে পড়ে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচার হন। পরে তারা ভারতের মুম্বাই শহরে পুলিশের হাতে আটক হন। পরবর্তীকালে মুম্বাইয়ের একটি বেসরকারি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিয়ে মুসলিমা খাতুনকে দুই বছর, রাবেয়া খাতুনকে দুই মাস ও শিল্পী আক্তার পাখিকে এক বছর নিজেদের শেল্টার হোমে রাখে। এরপর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগের পর ট্রাভেল পারমিটের বিকেলে তাদের দেশে ফেরত পাঠায় ভারত সরকার।

বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বাংলানিউজকে জানান, কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ওই ৩ নারীকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা গ্রহণ করেছে। এনজিও সংস্থাটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।