ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লালমনিরহাটে ৫৫ কেজি গাঁজাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২১
লালমনিরহাটে ৫৫ কেজি গাঁজাসহ আটক ২ প্রতীকী

লালমনিরহাট: লালমনিরহাটে একটি বাস থেকে ৫৫ কেজি গাঁজাসহ দু’জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।  

মঙ্গলবার (০৫ জানুয়ারি) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

আটকরা হলেন- জেলা সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের পশ্চিম ঢাকনাই গ্রামের এছাহাক আলীর ছেলে হাফিজুর রহমান (৩৩) ও লালমনিরহাট পৌরসভার বালাটারি এলাকার রফিকুল ইসলামের ছেলে একই বাস চালকের সহকারী চালক নূরনবী ইসলাম (২৭)।  

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বাংলানিউজকে জানান, বাস রিজার্ভ করে কৃষি শ্রমিক পরিবহনের নামে গাঁজাসহ মাদক পরিবহন করা হচ্ছে—
এমন গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (০৪ জানুয়ারি) রাতে কালীগঞ্জ উপজেলার ভোটমারী থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি কর্ণফুলী স্পেশাল রিজার্ভ বাস সদর উপজেলার তিস্তা সড়ক সেতুর টোলপ্লাজায় আটক করে ডিবি পুলিশ। এ সময় বাসের লকার তল্লাশি করে ৫৫ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় বাসটি জব্দসহ চালক হাফিজুর ও সহকারী চালক নূরনবীকে আটক করে পুলিশ।  

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক দু’জনসহ পলাতক রুবেল নামে বাসটির মালিকের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি ওমর ফারুক।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।