ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বৃদ্ধকে পিটিয়ে জখম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২১
মেয়েকে উত্ত্যক্তের  প্রতিবাদ করায় বৃদ্ধকে পিটিয়ে জখম রক্তাক্ত আবদুল হক। ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনীর দাগনভূঞা উপজেলায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মারধরের শিকার হয়েছেন আবদুল হক চৌধুরী (৫৮) নামে এক বৃদ্ধ।  ইট দিয়ে এলোপাথাড়ি আঘাত করে ওই বৃদ্ধকে জখম করেছেন আবুল হাসনাত নামে স্থানীয় এক বখাটে।

মঙ্গলবার (৫ জানুয়ারি) সকালে উপজেলার মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে দাগনভূঞা থানায় বাদী হয়ে ঘটনার ব্যাপারে একটি মামলা দায়ের করেন মেয়েটির বাবা আবদুল হক চৌধুরী।

মামলার অভিযোগপত্র থেকে জানা গেছে, আবুল হাসনাত নামে স্থানীয় এক যুবক আবদুল হকের তিন মেয়েকে দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় উত্ত্যক্ত করেন। এ নিয়ে তাকে কয়েকবার নিষেধ করা হলেও তিনি শোনেনি। বরং বখাটেপনা বাড়িয়ে আবদুল হকের মেয়েদের আরও বেশি উত্ত্যক্ত করতে শুরু করেন।  

সোমবার (৪ জানুয়ারি) সকালে মেয়েকে আবুল হাসনাত বাজে মন্তব্য করলে এর প্রতিবাদ করেন আবদুল হক। এতে ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা করেন হাসনাত। এসময় তাকে ইট দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। এতে আবদুল হকের মাথা ফেটে যায়।

জানা গেছে, ঘটনার পর রক্তাক্ত অবস্থায় হকের মেয়ে ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এখন তিনি সেখানে চিকিৎসাধীন।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বাংলানিউজকে জানান, ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২১
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।