ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দোহারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২১
দোহারে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্বজনদের আহাজারি

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার দোহারে পুকুরের পানিতে ডুবে আলভী (৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (০৫ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার কুসুমহাটি ইউনিয়নের চরকুশাই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলভী ওই গ্রামের মো. আল-আমিনের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে আলভী বাড়ির উঠানে খেলা করছিল। কিছুক্ষণ পর স্বজনরা শিশুটিকে খুজে পাচ্ছিলো না। পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খুঁজে না পেয়ে বাড়ির পাশের পুকুরে খোঁজ করতে থাকেন। একপর্যায়ে স্বজনরা ওই পুকুরটি থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে দোহার থানার উপ-পরিদর্শক (এসআই) সাদিক বাংলানিউজকে জানান, পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়ে থানায় কেউ জানায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।