ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় ৩ ইটভাটাকে লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২১
চুয়াডাঙ্গায় ৩ ইটভাটাকে লাখ টাকা জরিমানা ছবি: বাংলানিউজ

চুয়াডাঙ্গা: ইটের পরিমাপে কারচুপি ও মূল্য তালিকা না থাকায় চুয়াডাঙ্গা সদর উপজেলায় তিনটি ইটভাটা মালিককে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

মঙ্গলবার (০৫ জানুয়ারি) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

নেতৃত্ব দেন অধিদপ্তর চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ।

বাংলানিউজকে সজল আহমেদ জানান, বিকেলে উপজেলার বড়শলুয়া ও নয়মাইলে তিনটি ইটভাটায় অভিযান চালানো হয়। এ সময় ইট পরিমাপে কারচুপি ও ইটের মূল্য তালিকা দৃশ্যমান না থাকায় মেসার্স কেএসবি ব্রিকসকে ৩০ হাজার, মেসার্স সততা ব্রিকসকে ৬০ হাজার ও মেসার্স এইচবি ব্রিকসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।  

অভিযানকালে সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা মার্কেটিং কর্মকর্তা শহিদুল ইসলাম ও জেলা ক্যাবের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।