ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কমলাপুরে আবাসিক হোটেল থেকে তরুণীর মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২১
কমলাপুরে আবাসিক হোটেল থেকে তরুণীর মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর উত্তর কমলাপুরের একটি আবাসিক হোটেল থেকে মেহনাজ জেরিন নিপা (২৪) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরের দিকে মরদেহ উদ্ধার করা হয়।

পরে রাত সাড়ে ৮টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মতিঝিল থানার উপ-পরিদশর্ক (এসআই) মো. দেলোয়ার হোসেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে দুপুরে উত্তর কমলাপুর ৬৪/এ হোটেল সিটি প্লেস ইন্টারন্যাশনালের দ্বিতীয় তলার ১০ নম্বর রুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রুমের ভেতরে ফ্যানের সঙ্গে পরনের চাদর দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহটি পাওয়া যায়। রুমের দরজাটি ভেতর থেকে বন্ধ করা ছিল।  

তিনি জানান, গত রোববার (৩ জানুয়ারি) স্বামী-স্ত্রী পরিচয়ে দু’জন হোটেলের ওই রুমটি ভাড়া নেয়। এরপর স্বামী পরিচয় দেওয়া ওই ব্যক্তি অসুস্থতার জন্য কোনো হাসপাতালে ভর্তি হয়েছেন। এরপর ওই তরুণী হোটেলে একাই ছিল। সকালে হোটেল বয় রুমে নক করলে ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে থানায় খবর দেয়। পরে দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়েছে। হোটেলের রুম থেকে ওই তরুণীর চিকিৎসার কিছু কাগজপত্র পাওয়া যায়। সেই সূত্র ধরেই তার পরিচয় শনাক্ত করা হয়। তার বাবার নাম হুমায়ুন কবির। বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বড় দশিয়া গ্রামে।

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান এসআই দেলোয়ার।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২১
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।