ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সু‌নির্ধা‌রিত কর্মকা‌ণ্ডে ঘ‌রেই সাজা ভোগ কর‌বে কি‌শোর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২১
সু‌নির্ধা‌রিত কর্মকা‌ণ্ডে ঘ‌রেই সাজা ভোগ কর‌বে কি‌শোর

বরিশাল: পাঁচ পিস ইয়াবাসহ আটক কিশোর তানজিলকে (১৯) এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপা‌শি দুই হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

মঙ্গলবার (৫ জানুয়ারি) বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মাসুম বিল্লাহ এই রায় দেন।

ত‌বে রায়ের পর তানজিলকে কারাগারের বদ‌লে প্র‌বেশন কর্মকর্তার মাধ্য‌মে মায়ের কাছে প্রেরণ করা হয়েছে। নিজ ঘরেই এক বছর দণ্ডাদেশ সুনির্ধারিত আটটি কর্মকাণ্ডের মধ্য দি‌য়ে ভোগ করতে হবে তানজিলকে।

যার মধ্যে, মা-বাবার সেবা ও ভরণ পোষণের দায়িত্ব পালন, নিজ বাড়ির উঠানে ১০টি ফলজ ও ১০টি বনজ বৃক্ষরোপণ, মাদক গ্রহণ না করা, ধূমপান না করা, মুক্তিযুদ্ধ ও দেশপ্রেম বিষয়ে নিজেকে সমৃদ্ধ করা, প্রবেশন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ রক্ষা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ রক্ষা এবং স্বনির্ভর হওয়ার চেষ্টা করা।

এসব তথ্য মুঠোফােনে জানিয়েছেন সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ।

তিনি বলেন, বয়স কম হওয়ায় এবং অপরাধ লঘু হওয়ায় বিজ্ঞ আদালত আসামির ভবিষ্যৎ চিন্তা করে এক বার সংশোধনের সুযোগ দিয়েছেন।

জানা গেছে, ২০১৯ সালের ২৪ অক্টোবর পাঁচ পিস ইয়াবাসহ নগরীর বাকলার মোড় থেকে গ্রেফতার করা হয় তানজিলকে। তিনি ওই এলাকার আলমগীর হোসেনের ছেলে।

বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, জানুয়া‌রি ০৬, ২০২০
এমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।