ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

৮ হাজার ইয়াবাসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২১
৮ হাজার ইয়াবাসহ আটক ৩ প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর কদমতলী থানা এলাকায় অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) উত্তরা বিভাগ।

আটকরা হলেন— মো. ফিরোজ আলী ওরফে আলী (৫৯), মো. সুমন আহাম্মেদ (২৮) ও মো. সজিব মিয়া (২০)।

মঙ্গলবার (৫ জানুয়ারি) রাতে কদমতলী থানার দক্ষিণ দনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

ডিবি উত্তরা বিভাগের সহকারী কমিশনার (এসি) শাহিদুল ইসলাম জানান, অভিনব কৌশলে কক্সবাজার থেকে কার্টুনে করে ইলেকট্রনিক পণ্য হিসেবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবাগুলো পাঠানো হয়। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের তিনজনকে আটক করা হয়। পরে কার্টুনের মধ্যে ব্লু-টুথ সাউন্ড বক্সের স্পিকারের ভেতর থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটকরা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রয় করতেন। তাদের বিরুদ্ধে কদমতলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২১
পিএম/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।