ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শ্রমিক নেতা সর্দার মোতাহার আর নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২১
শ্রমিক নেতা সর্দার মোতাহার আর নেই মোতাহার উদ্দিন

খুলনা: পাটকল শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি, কেন্দ্রীয় শ্রমিক লীগের সাবেক সহ-সভাপতি ও প্লাটিনাম জুটমিল সিবিএর সাবেক সভাপতি সর্দার মোতাহার উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বার্ধক্যজনিত কারণে বুধবার (৬ জানুয়ারি) সকালে খালিশপুর কোহিনূর মোড়ে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি ২ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের বড় ছেলে সঙ্গীতশিল্পী আতাহার টিটো।

তিনি জানান, বার্ধক্যজনিত কারণে তার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সকালে নাস্তার জন্য ডাকতে গেলে দেখেন ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, বাদ আছর খালিশপুর প্লাটিনাম জুটমিল কলোনী ফুটবল মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে নগরীর গোয়ালখালী কবরস্থানে দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২১
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।