ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

৩ লাখ টাকার বিদেশি সিগারেটসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২১
৩ লাখ টাকার বিদেশি সিগারেটসহ আটক ১ ...

ঢাকা: রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দসহ মো. ইব্রাহিম মোল্লা নামে একজনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (০৫ জানুয়ারি) রাতে হাজারীবাগ এলাকায় সিআইডির ঢাকা মেট্রো উত্তরের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার জিসানুল হক জানান, সিআইডির অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক তিন লাখ ১২ হাজার ৬০০ টাকা।

এ ঘটনায় আটক ইব্রাহিমের বিরুদ্ধে রাজধানীর হাজারীবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২১
পিএম/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।