ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অগ্নিকাণ্ডে বরিশালে ৬ দোকান-বসতঘর ক্ষতিগ্রস্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২১
অগ্নিকাণ্ডে বরিশালে ৬ দোকান-বসতঘর ক্ষতিগ্রস্ত ...

বরিশাল: বরিশাল নগরে অগ্নিকাণ্ডে ৩টি দোকান ও ৩টি বসতঘর পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার (০৬ জানুয়ারি) দুপুরে নগরের ২৪ নম্বর ওয়ার্ডের জিয়া নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, আল-আমিনের ভাড়াটিয়া আবুল কালামের স্ত্রী দুপুরের রান্না করার সময় গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বাড়ির সবগুলো কক্ষে। এতে বসতঘর এবং সেলুন, হোটেল ও টেইলার্সের দোকানের যাবতীয় মালামাল ভস্মীভূত হয়।

জানা যায়, এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বরিশাল সদর ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. সজিব জানান, আল আমিনের বাড়ির দোকানসহ ৬ ঘরে আগুন ধরে যায়। এতে ঘরগুলোর যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে সবাই ঘর থেকে বেরিয়ে আসায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।  

আগুনের সূত্রপাত কীভাবে তা জানতে চাইলে তিনি বলেন, আমাদের তদন্ত চলছে। তবে এখন কিছুই বলা যাবে না।

বাড়ির মালিক আল-আমিন বলেন, ভাড়াটিয়া আবুলের ঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাতা।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২১
এমএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।