ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে র‌্যাবের ডিজির শ্রদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২১
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে র‌্যাবের ডিজির শ্রদ্ধা

ঢাকা: মুজিববর্ষ উপলক্ষে চলমান ‘র‌্যাব সেবা সপ্তাহ’ উদযাপনের অংশ হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

বুধবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় র‌্যাব-২ এর ব্যবস্থাপনায় রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন র‌্যাব সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল তােফায়েল মােস্তফা সরােয়ার, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডিআইজি ইমতিয়াজ আহমেদ, র‌্যাবের সব পরিচালকরা এবং ঢাকা র‌্যাবের সব ব্যাটালিয়নের অধিনায়করা।

র‌্যাব-২ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবদুল্লাহ আল মামুন বাংলানিউজকে জানান, ‘র‌্যাব সেবা সপ্তাহে’র কর্মসূচির অংশ হিসেবে ইতােমধ্যে র‌্যাব-২ এর আওতাধীন এলাকার ১০টি মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়ােজন করে। এছাড়া স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিসহ চারটি এতিমখানায় ৬০০ শিশুদের মধ্যে খাদ্য বিতরণ এবং শহীদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে ২০০টি ফলজ ও ওষুধি গাছ রােপণ করা হয়।

র‌্যাব-২ জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই জঙ্গি, সশন্ত্র সন্ত্রাসী, জলদস্যু গ্রেফতারসহ মাদক দ্রব্য উদ্ধারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে র‌্যাব। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ সমাজের বিভিন্ন সুবিধা বঞ্চিত, দুস্থ মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান করােনা মহামারি রােধকল্পে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোসহ যেকোন পরিস্থিতিতে র‌্যাব-২ কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২১
পিএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।