ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কক্সবাজারের নতুন ডিসি মামুনুর রশিদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২১
কক্সবাজারের নতুন ডিসি মামুনুর রশিদ

ককাসবাজার: কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে যোগদান করেছেন মো. মামুনুর রশিদ।

বুুধবার (৬ জানুয়ারি) দুপুরে বিদায়ী জেলা প্রশাসক মো. কামাল হোসেন তাকে দায়িত্ব বুঝিয়ে দেন।

 

এ সময় কক্সবাজার জেলা প্রশাসনের ডিডিএলজি (উপসচিব) শ্রাবস্তি রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাজাহান আলি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল, সহকারী কমিশনারসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রথমে নতুন জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ জেলা কোষাগারের দায়িত্ব বুঝে নেন।

এর আগে মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম থেকে সড়ক পথে নতুন জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ সপরিবারে কক্সবাজার পৌঁছান।

মো. মামুনুর রশিদ বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২১তম ব্যাচের সদস্য। তিনি কক্সাবাজারের ২৩তম জেলা প্রশাসক। ২০১৯ সালের ২৩ জুন থেকে ২০২১ সালের ৪ জানুয়ারি পর্যন্ত তিনি বাগেরহাটের জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২০
এসবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।