ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে অস্ত্রসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২১
গাজীপুরে অস্ত্রসহ আটক ৩

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর দক্ষিণ ধনুয়া এলাকা থেকে রিভলবার-গুলিসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

বুধবার (৬ জানুয়ারি) ভোরে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ময়মনসিংহের ভালুকার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকার শফি উদ্দিনের ছেলে আল ইমরান (২৫), কক্সবাজার সদর থানার পেশকারপাড়া এলাকার মৃত জহির উদ্দিনের ছেলে সাইদুল ইসলাম বাপ্পী (২৯) ও গাজীপুর সিটি করপোরেশনের পশ্চিম জয়দেবপুর এলাকার মো. সেলিম চৌধুরীর মেয়ে শান্তা ইসলাম সাথী (৩৫)।

গাজীপুর র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, বিদেশি অস্ত্র ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে নয়নপুর দক্ষিণ ধনুয়া এলাকায় অভিযান চালানো হয়। পরে হাজী সিরাজ মুন্সির ভাড়া বাড়ি থেকে আল ইমরান, সাইদুল ইসলাম বাপ্পী ও শান্তা ইসলাম সাথীকে আটক করা হয়। এসময় তাদের হেফাজত থেকে একটি বিদেশি রিভলবার, দুই রাউন্ড গুলি ও ৬টি মোবাইল উদ্ধার করা হয়।

আটকরা জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানায় উদ্ধার রিভলবার চাঁদাবাজি, ছিনতাই ও মাদক ব্যবসায়সহ বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহার করে আসছিল।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২১
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।