ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মারা গেল সেই জোড়া মাথার মেয়ে শিশুটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২১
মারা গেল সেই জোড়া মাথার মেয়ে শিশুটি

ঢাকা: মাগুরায় একটি বেসরকারি হাসপাতালে জন্ম নেওয়া সেই জোড়া মাথার মেয়ে শিশুটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছে।

বুধবার (৬ জানুয়ারি) রাতে হাসপাতালের জরুরি বিভাগে শিশুটি মারা যায় বলে জানান মেডিক্যাল অফিসার ডা. আয়েশা সিদ্দিকী।

তিনি বাংলানিউজকে জানান, শিশুটিকে মৃত অবস্থায় পেয়েছি।  

>>>জোড়া মাথা কন্যা শিশুর জন্ম, বিপাকে দরিদ্র কৃষক পরিবার

এরআগে, রাত ৮টার দিকে শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে স্বজনরা।

শিশুটির বাবা পলাশ মোল্লা জানায়, মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকেলে মাগুরা শহরের জাহান প্রাইভেট হাসপাতালে শিশুটির জন্ম হয়। পরে সেখান থেকে সন্ধ্যায় শিশুটিকে মাগুরা সদর হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়। সেখান থেকে শিশুটির মা সোনালী খাতুন তাকে ঢামেক হাসপাতালে আসে।  

তিনি আরও জানান, গর্ভের সন্তানের জটিলতা রয়েছে জেনে স্থানীয় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দুই সপ্তাহ আগে তার স্ত্রী সোনালীকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে হাসপাতালের গাইনি ও প্রসূতি বিভাগ থেকে ছয় সপ্তাহ পর সোনালীকে হাসপাতালে আনার পরামর্শ দেওয়া হয়। বাসায় গতকাল মঙ্গলবার আকস্মিকভাবে সোনালীর শারীরিক অবস্থার অবনতি হয়। পরে তাকে সদর হাসপাতাল রোডের জাহান প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে অস্ত্রোপচারে শিশুটির জন্ম হয়।

পলাশ মোল্লা আরো বলেন, নবজাতকটি তাদের দ্বিতীয় সন্তান। পাঁচ বছরের এক সন্তান আছে তাদের। তিনি একজন অতিদরিদ্র কৃষক।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২১
এজেডএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।