ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রাইম ব্যাংকের সাবেক চেয়ারম্যানের ইন্তেকাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
প্রাইম ব্যাংকের সাবেক চেয়ারম্যানের ইন্তেকাল ইমাম আনোয়ার

ঢাকা: বেসরকারি খাতের প্রাইম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও ইমাম গ্রুপের চেয়ারম্যান ক্যাপ্টেন (অব.) ইমাম আনোয়ার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বাংলাদেশ সময় সকাল ১১টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

 

ইমাম আনোয়ারের মেয়ের জামাই ও আওয়ামী লীগের সংসদ সদস্য নাহিম রাজ্জাক তার ফেসবুক পেজে পোস্ট দিয়ে মৃত্যুর খবর জানিয়েছেন।  

একই সঙ্গে নাহিম রাজ্জাক তার শ্বশুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। ইমাম আনোয়ারের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২১
এসই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।